Chat with us on WhatsApp
শিক্ষা নিয়ে গড়বো দেশ Phone: 01309136256

Principal’s Message

Message

M Morshed Ali Mia

Principal

Wide Vision School & College

শুভেচ্ছা নিন । আমাদের চিন্তা-চেতনা সম্বন্ধে বিজ্ঞ চেয়ারম্যান মহোদয়ের বাণী থেকে অনেকটাই জেনেছেন। তার সাথে আমি দু’একটি কথা যোগ করতে চাই। মানুষের প্রথম ও শেষ চাহিদা কী? জীবনের প্রতিটি স্তরে ব্যক্তি জীবনে, জাতীয় জীবনে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে আগত ও অনাগত সমস্যাবলীর সমাধান-এটাকেই আমরা চ্যালেঞ্জ বলছি। এজন্য আমরা সর্বাগ্রে 3R’s এর ভিত্তি সুদৃঢ় ও সুনিশ্চিত করতে চাই। দ্বিতীয়ত: চাই আধুনিক বিশ্বের সাথে সমান তালে তাল মিলিয়ে চলার উপযোগী দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখা এবং কারিগরী ও প্রযুক্তিমূলক শিক্ষায় বিশ্বমান পর্যায়ে থাকা, যার মধ্যে ক¤িপউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স মাধ্যমের ব্যবহার রপ্ত করার তাগিদ থাকছে । তৃতীয়ত: ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে স্বাধীন ও যৌক্তিক চিন্তাধারার বিকাশ। চতুর্থত: সেবার ক্ষেত্রে স্বদেশকে অগ্রাধিকার প্রদানের মনোভাব গড়ে তোলা। পঞ্চমত: নিজের জাতি, দেশ ও দেশীয় সম্পদকে উচ্চ স্থান দেয়া। ষষ্ঠত: ও সর্বশেষ হচ্ছে নৈতিকতা ও মানবিকতার চরম বিকাশের পথে পরিচালিত করা। এসব লক্ষ্য অর্জনের প্রতি দৃষ্টি রেখেই আমাদের নীতিমালা রচিত হয়েছে এবং কর্মকা- পরিচালিত হচ্ছে। সাফল্যের জন্য প্রয়োজন আপনাদের পরামর্শ, সমর্থন ও সহযোগিতা। নতুন বছর আপনার এবং আপনার আদরের সন্তানের জন্য বয়ে আনবে নতুন প্রেরণা । এটাই আমাদের প্রত্যাশা। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যত রচনায় Wide Vision School & College কার্যকরী অংশীদার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে।