Chat with us on WhatsApp
শিক্ষা নিয়ে গড়বো দেশ Phone: 01309136256

Chairman Message

Message

Prof. Dr. M Abu Jafor

Chairman

Wide Vision School & College

Wide Vision School & College -এর পক্ষ থেকে আমরা আপনাদের আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আপনারা জানেন দ্রুত পরিবর্তনশীল বিশ্বপরিক্রমা আমাদের সন্তানদেরকে কঠিন প্রতিযািেগতা ও চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। এ যুগে সন্তানদেরকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন বাস্তবমুখী শিক্ষা, যা কেবল গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানই দিতে পারে । প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা ও মেধা বিকশিত করার জন্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে Wide Vision School & College – এর শিক্ষাদান পদ্ধতি অত্যাধুনিক এমনকি উত্তর আধুনিক, যা আমাদের দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথভাবে প্রয়াগে করা হয় না। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইউরাপে ও আমেরিকাসহ উন্নত বিশ্বে শিক্ষার সকল কার্যক্রমই প্রতিষ্ঠান কেন্দ্রিক। বাসায় তাদের বাড়তি কোন চাপ থাকে না। ফলে শ্রেণীকক্ষেই শিক্ষার্থীরা অধিক স্বাচ্ছন্দ্যবোধ করে এবং লেখাপড়ায় অধিকতর মনোযোগী হয়। আমাদের দেশের শিক্ষাদান পদ্ধতি এখনো গতানুগতিক। শ্রেণীকক্ষে পড়ানোর চেয়ে বাসায় বেশি কাজ দেয়া হয়। যার ফলশ্রুতিতে অভিভাবকদের উপর পড়ে বাড়তি চাপ। অপরপক্ষে ছেলে-মেয়েরা লেখাপড়া এবং নিয়মিত স্কুলে আসার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এ চিরায়ত ব্যবস্থাকে ভঙ্গ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত আমাদের এ Wide Vision School & College. এ প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং বিভিন্নমুখী কর্মতৎপরতার মাধ্যমে আনন্দময় করে উপস্থাপনসহ ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্নকরন বাধ্যতামূলক। যার ফলে অতিরিক্ত গৃহশিক্ষক অনাবশ্যক। এখানে রয়েছে ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি উন্নত চরিত্র গঠনের জন্য বিভিন্ন কার্যকরী পদক্ষেপ এবং শিক্ষার্থীর মনস্তত্ত্বে সৃজনশীলতা ও কর্মস্পৃহা সৃষ্টির লক্ষ্যে রয়েছে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন  এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী যা বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজের শিক্ষকদের প্রত্যক্ষ সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত। আরও রয়েছে প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে পরামর্শক হিসেবে বিজ্ঞ উপদেষ্টা পরিষদ। আমরা বিশ্বাস করি আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে Wide Vision School & College আপনাদের সন্তানদের সুশিক্ষা প্রদানের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবে। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।